01706905550

Have any Questions?

ABOUT US

আমরা বাংলাদেশের  পুরনো ও দক্ষ ওয়াটারপ্রুফিং কোম্পানি গুলোর মধ্যে একটি। আমাদের ওয়াটারপ্রুফিং কাজের ধরন অন্য যে কোন ওয়াটারপ্রুফিং কোম্পানি থেকে উন্নত, কারন আমরা ছাদের বর্তমান পরিস্থিতির উপর বিত্তি করে ক্যামিকেল ট্রিটমেন্ট দিয়ে থাকি, গতানুগতিক একই পদ্ধতিতে নয়।
অভিঙ্গতার আলোকে আমাদের দক্ষ এবং অভিঙ্গ টিম গ্যারান্টি দিয়ে আপনার বাড়ির ছাদের ওয়াটারপ্রুফিং কাজ  সম্পন্ন করার নিশ্চয়তা প্রদান করে। এছাড়াও আমরা ফ্লোরিং এর  আধুনিক কিছু পরিষেবা প্রদান করি, যেমন: ইপোক্সি ফ্লোরিং, ফ্লোর হার্ডেনার, এবং পালিশ কংক্রিট ইত্যাদি।