01706905550

Have any Questions?

Building wall salt area work

দেয়ালে নোনার সমস্যা

বিল্ডিং এর ভিতরের  দেয়ালে লোনা হওয়ার অন্যতম  কারণ পানি  বাষ্পীভূত হয়ে গেলে দেওয়ালে লবণ জমা হয়, যা পরে বিভিন্ন লক্ষনের মাধ্যমে দেয়ালে ফুটে উঠে এবং ঘরের পরিবেশ নষ্ট করে । এগুলি প্রাকৃতিকভাবে কিছু বিল্ডিং উপকরণে  ঘটতে পারে, যেমন- ইট,বালি বা স্যাঁতসেঁতে এর মতো পূর্ব থেকে বিদ্যমান সমস্যার কারনে।বিল্ডিং এর দেয়ালে পানির উপস্থিতিতে দেয়ালের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ দাগ দেখা যায়, প্লাস্টার খসে পড়তে থাকে, দেয়ালের রং নষ্ট হয়ে যায়, কখনো সেটি  পাউডারের  মতো  গুরো গুরো হয়ে যায় । এগুলোকেই  আমরা  সাধারণত লোনা বলে থাকি।

দেয়ালের নোনা হওয়ার লক্ষন গুলো হল :

 দেয়াল ঘেমে স্যাতস্যাতে হয়ে যাওয়া
 দেয়ালের বিভিন্ন যায়গায়  ফুলে যাওয়া
 সাদা লবনের আস্তরন দেখা দেয়া।
 লবনের আস্তরন পুরু হয়ে রঙ খসে পড়া।

দেয়ালে নোনা হলে যা করতে হবে :

 আক্রান্ত স্থানের রং উঠিয়ে ফেলতে হবে
 স্লট ওয়াশ দিয়ে পরিস্কার করতে হবে ।
 স্লট সেভ ব্যবহার করতে হবে।
 ড্যাম্পপ্রুফ ক্যামিকেল ব্যবহার করতে হবে।