ওয়াটারপ্রুফিং কেন প্রয়োজন

ছাদ ড্যাম্প হওয়ার বেশকিছু কারনের মধ্যে অন্যতম হলো সূর্যের তিব্র রশ্নি যখন ছাদে পরে ছাদ প্রচন্ড গরম হয়। ছাদ প্রচন্ড গরম হওয়াতে কংক্রিটে ফাটল বা ক্রাক দেখাদেয়। বৃষ্টির সময় সেই ফাটল দিয়ে পানি প্রবেশ করে ছাদ কে ড্যাম্প করে, যার ফলে সিলিং এ লিকেজ দেখা দেয়। আবার দির্ঘ দিন ছাদে পানি জমে থাকার ফলে কংক্রিট নরম হয়ে যায়, যার ফলে ছাদ ড্যাম্প হয়। সঠিক নিয়মে ওয়াটারপ্রুফিং করলে আপনার ছাদ থাকবে ড্যাম্প থেকে সুরক্ষিত।






